বিগত কদিন থেকেই ফেসবুক বা গণমাধ্যমগুলোতে বাংলা একাডেমীর নতুন ঈদ (বাংলা একাডেমীর মতে ‘ইদ’) বানান নিয়ে বিভিন্নজনের তীব্র প্রতিক্রিয়া লক্ষ্য করছিলাম। বাংলা ব্যকরণ যাই হোক না কেন আমি বরাবরই তা একটু বেশীই কম বুঝি কিন্তু ঈদ যে আমার কাছে কখনই ‘ইদ’ হবে না সেটুকু আমি বুঝতে পারছি! এর মধ্যেই চলে এল রোজার ঈদ। আজ ২৫ জুন তারিখ, কাল বাংলাদেশে ঈদ- সে অনুযায়ী আমাদেরই ঈদ কাল। দুপুরের দিকে একটু দূরের দোকান থেকে কোক (কোকাকোলা) আনার জন্য আমরা যখন গাড়ি নিয়ে আমাদের বাড়ির গলিটি পার হচ্ছি তখনই লক্ষ্য করলাম পাঞ্জবী পরিহিত এক ইন্দোনেশীয়কে, চিন্তা করলাম ইন্দোনেশিয়াতে তো আজই ঈদ সুতরাং এরাও মনে হয় আজই ঈদ পালন করছে।
দুপুরে আমার বৌ তার লন্ডনে তার ফুপুকে ফোন দিতেই বাধল যত বিপত্তি! যুক্তরাজ্যে নাকি আজই ঈদ! তারা আজই ঈদের নামাজ পড়ে এসেছেন। কি আর করা... বাংলাদেশের বাইরে এই প্রথম ঈদ। যদিও পুরো মানসিক প্রস্তুতি ছিল যে এখানের ঈদ দেশের সাথে কোনভাবেই যায় না কিন্তু তাই বলে ঈদের দিন অর্ধেক বেশী পার হবার পর জানবো যে আজ ঈদ চলছে!
দুপুরে আমার বৌ তার লন্ডনে তার ফুপুকে ফোন দিতেই বাধল যত বিপত্তি! যুক্তরাজ্যে নাকি আজই ঈদ! তারা আজই ঈদের নামাজ পড়ে এসেছেন। কি আর করা... বাংলাদেশের বাইরে এই প্রথম ঈদ। যদিও পুরো মানসিক প্রস্তুতি ছিল যে এখানের ঈদ দেশের সাথে কোনভাবেই যায় না কিন্তু তাই বলে ঈদের দিন অর্ধেক বেশী পার হবার পর জানবো যে আজ ঈদ চলছে!
No comments:
Post a Comment