এই রথের মেলায় বিভিন্ন ধরনের দোকান বসে যেখানে বিভিন্ন ধরনের পণ্য, খাবার ইত্যাদি বিক্রি করা হয়। কাঠের আসবারপত্র, হস্তশিল্প, শৌখিন দ্রব্যাদি, মেলার চিরাচারিত খাবারসমূহ, তেল ও মশলাজাতীয় খাবারসমূহ, বাচ্চাদের জন্য খেলানা ইত্যাদি মেলার প্রধাণ আকর্ষণ। এই মেলা দর্শনার্থীকে তার ছোটবেলার মেলা ভ্রমণের স্মৃতি মনে করিয়ে দেবে।
পুঠিয়া পৌঁছানো খুব সহজ। পুঠিয়া রাজশাহী জেলার একটি উপজেলা যা রাজশাহী শহরের পূর্বদিকে অবস্থিত। রাজশাহী শহর হতে বাসে করে সহজেই প্রায় ৩০-৪০ মিনিটে পুঠিয়া পৌঁছানো যায়।
পুঠিয়া পৌঁছানো খুব সহজ। পুঠিয়া রাজশাহী জেলার একটি উপজেলা যা রাজশাহী শহরের পূর্বদিকে অবস্থিত। রাজশাহী শহর হতে বাসে করে সহজেই প্রায় ৩০-৪০ মিনিটে পুঠিয়া পৌঁছানো যায়।
No comments:
Post a Comment