ঘটনাটি বেশ মজার। আজকাল
শিক্ষাপ্রতিষ্ঠানের অনেক শিক্ষকেরা শুধু শিক্ষাদানের মধ্যেই সীমাবদ্ধ থাকেন না বা
থাকতে চান না, তাদের উর্বর মস্তিষ্ক সৃষ্ট আরো অনেক বিষয়ই তারা ছাত্র-ছাত্রীদের
শিক্ষা দিয়ে থাকেন।
সম্প্রতি আমার প্রাক্তণ
বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক আমার একজন ছোট ভাইকে উদ্দেশ্য করে বলেন যে... অন্য
একজন ছাত্রের ভর্তি বাতিল করে তিনি আমার সেই ছোট ভাইকে ভর্তির সুযোগ করে দিয়েছিলেন
কিন্তু তার (ছোট ভাইয়ের) বর্তমান কার্যক্রম এমন যে, মনে হলে তিনি তার মাথা ফাটিয়ে
দিতে চান!!!
শিক্ষক ছাত্রের মাথা ফাটাতে চান?
খুব ভালো কথা... ফাটিয়ে ফেলেন তারপর দেখা যাবে কোথাকার জল কোথায় গড়ায়... আর তার
প্রতি আরো আহব্বান... আপনি যদি আপনার কোন ছাত্রের প্রতি ক্ষোভ থেকে থাকে তাহলে
সাহস সঞ্চয় করুন এবং সরাসরি তাকে বলুন... এটা হলো পুরুষের বৈশিষ্ট্য, নিজের মধ্যে
তা ধারণ করার চেষ্টা করুন। এভাবে অন্য ক্লাসে গিয়ে ছাত্র-ছাত্রীদের নামে কথা বলাটা
কাপুরুষতা... অবশ্য এখানে পুরুষতার ব্যাপার থাকলে তবে তো কাপুরুষতার ব্যাপারটি
আসবে!
No comments:
Post a Comment