পল্লীকবি জসীম উদ্দীনের বাড়ি, অম্বিকাপুর (ফরিদপুর)



অম্বিকাপুর, ফরিদপুর জেলার সদর উপজেলার একটি গ্রাম যেখানে পল্লীকবি জসীম উদ্দীনের বেড়ে ওঠা। আজও তার বাবা-দাদার ভিটায় রয়েছে তাদের পৈত্রিক বাড়ি যেখানে প্রতিদিনই দেশ-বিদেশের বিভিন্ন মানুষ ঘুরে যাচ্ছেন। ফদিরপুর শহর হতে মাত্র ১০ টাকায় ব্যাটারী-চালিত অটোতে যাওয়া যায় অম্বিকাপুর। সেখানে পৌঁছে রাস্তা থেকেই দেখা যাবে পারিবারিক সমাধিস্থল, যেখানে অন্তিম শয্যায় শায়িত আছে পল্লীকবি ও তার পরিবারের অনেকে। ৫ টাকার বিনিময়ে টিকিট কেটে যে কেউ দেখতে পারেন তার কবির পৈত্রিক বসতভিটা।


 

কবির বাড়িতে গেলে দেখা যাবে অনেক স্মৃতি। কবির জীবনদশায় তিনি দেশ-বিদেশের যেসকল স্থানে গিয়েছেন তার অনেক ফটো, ব্যবহার্য অনেক পুরোনো জিনিসপত্র। বর্তমানে পৈত্রিক বাড়িটির বিভিন্ন স্থানে কবির বিভিন্ন কবিতার চরণ উদ্ধৃত হয়েছে। প্রতিবছরই এই স্থানে বসে বড় ‘জসীম মেলা’। সাধারণত জানুয়ারী মাসে শুরু হয় এই মেলা। চলে মাসব্যাপী।

No comments:

Post a Comment