টাইমস হায়ার এডুকেশন ইমপ্যাক্ট র্যাংকিং-এ রাজশাহী বিশ্ববিদ্যালয়
আজ “টাইমস হায়ার এডুকেশন” এর “ইমপ্যাক্ট র্যাংকিং” প্রকাশিত হয়েছে, প্রথমবারের মত রাজশাহী বিশ্ববিদ্যালয় এতে স্থান করে নিয়েছে, বাংলাদেশের মধ্যে অবস্থান যৌথভাবে ৯ম, বিশ্বে ১০০১-১৫০০ এর মধ্যে। এবার এই র্যাংকিং-এ ১২৫ দেশ হতে ২১৫২টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে, সেই হিসেবে আমরা মাঝামাঝি একটি অবস্থানে আছি। উল্লেখ্য যে, “ইমপ্যাক্ট র্যাংকিং” এর ভিত্তি হল UN-এর Sustainable Development Goals (SDGs). একটি বিশ্ববিদ্যালয়ে ১৭টি SDG-এর বিপরীতে কেমন কার্যক্রম হাতে নিয়েছে এবং সেগুলির ফলাফল বিবেচনায় নিয়ে এই র্যাংকিংটি করা হয়ে থাকে। সুতরাং এই র্যাংকিংয়ে ভাল অবস্থান মানেই যে পড়াশুনা বা গবেষণা খুব ভাল বিষয়টি সেরকম নয়, বরং টেকসই, পরিবেশ বান্ধব কার্যক্রমে আমরা কি অবস্থায় আছি সেই বিষয়টি এই র্যাংকিং হতে বোঝা যায়।
গত বছরের (২০২৩) নভেম্বরের শুরুতে যখন ইমপ্যাক্ট র্যাংকিং এর জন্য ডাটা সাবমিট করেছিলাম তখন বুঝতে পেরেছিলাম যে আমরা কোথায় আছি আর দুনিয়া কত এগিয়ে গেছে... রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মত বড় পাবলিক বিশ্ববিদ্যালয়গুলির সম্ভবত প্রধান সমস্যা কোন গোছানো তথ্যভাণ্ডার! বিচ্ছিন্ন তথ্যগুলিকে একসাথে করে উপস্থাপন করাই বড় চ্যালেঞ্জ...। আমাদের দেশের নতুন সরকারী বা প্রাইভেট বিশ্ববিদ্যালয় গুলির এখানে বেশ এগিয়ে থাকার কথা। র্যাংকিংয়ের কাজ করার পর উপলব্ধি হয়েছে, কত সিম্পল কিছু কাজ বা সিদ্ধান্তের মাধ্যমে এইসব র্যাংকিংয়ে একটি তুলনামূলক ভাল অবস্থান করে নেয়া সম্ভব। তবে চ্যালেঞ্জও অনেক... যাইহোক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্যের নেতৃত্ব ও উৎসাহে কাজগুলি গতবছরের শেষ পর্যন্ত অফিসের মাত্র দুজন অফিসার নিয়ে এই বিপুল কর্মযজ্ঞ একাই করে যাচ্ছিলাম, বিষয়টি অনুধাবন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন একজন অত্যন্ত সুযোগ্য পরিচালক নিয়োগ দিয়েছেন, যাতে করে আমাদের অফিসের কর্মপরিধিও বেড়েছে। আশা করছি আমাদের এই কর্মকাণ্ড ভবিষ্যতে আরও ত্বরান্বিত হবে, সকলের সার্বিক সহযোগিতায় আমরা আরও এগিয়ে যাব...
পরিশেষে একটি বিষয় উল্লেখ না করলেই নয়, যদিও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সার্বিক অবস্থান ১০০১-১৫০০ এর মধ্যে কিন্তু SDG-17 Life below water ক্যাটেগরিতে (আমার বিভাগ যে ক্যাটেগরিতে পড়ে আর কি...) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৪০১-৬০০ এর মধ্যে...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment