রংপুর জেলার কাউনিয়া উপজেলায় তিস্তা রেলসেতু অবস্থিত। যদিও এটি একটি রেলসেতু, কিন্তু ১৯৮৪ সাল হতে এখন পর্যন্ত সড়ক যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়ে আসছে! এই ব্রিজটি সম্ভবত বাংলাদেশে একমাত্র রেলসেতু যা রেল ও সড়ক উভয় যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহৃত হচ্ছে।
এই ব্রিজে একটিমাত্র মিটারগেজ রেললাইন বর্তমান এবং ব্রিটিশ শাসনামল হতেই প্রয়োজনীয় দ্রব্যাদি এই পথে ভারতীয় উপমহাদেশের পূর্বভাগ হতে পশ্চিম অংশে পরিবহণ করা হতো। এটি সত্যিই অবিশ্বাস্য যে একটি মাত্র রেললাইনের উপর দিয়ে এত দীর্ঘসময় ধরে ট্রেনের পাশাপাশি বাস-ট্রাক বা অন্যান্য সড়ক যানবাহণসমূহ চলাচল করছে। সেতুটি যথেষ্ট পরিমাণে প্রশস্ত নয়, ওয়ান ওয়ে। যখন একপাশের যানাবাহণ পাড় হয় তখন অন্য প্রান্তের যানবাহণসমূহ অপেক্ষামান থাকে!
প্রতিবছরই বর্ষাকালে সেতুটি ভয়ঙ্কর রূপ ধারণ করে। স্থানীয় জনগনের ভাষ্যমতে প্রতিবছরই এসময় ছোট যানবাহন যেমন মটরসাইকেল সেতু হতে নদীতে পতিত হয়! এই ব্রিজের দক্ষিণে একটি সড়ক সেতু নির্মাণাধীন রয়েছে এবং আশা করা যেতে পারে যে আগামী ১ বছরের মধ্যে এটির নির্মাণ কাজ সমাপ্ত হবে এবং এই অদ্ভুত পরিবহন ব্যবস্থারও সমাপ্তি ঘটবে।
প্রতিবছরই বর্ষাকালে সেতুটি ভয়ঙ্কর রূপ ধারণ করে। স্থানীয় জনগনের ভাষ্যমতে প্রতিবছরই এসময় ছোট যানবাহন যেমন মটরসাইকেল সেতু হতে নদীতে পতিত হয়! এই ব্রিজের দক্ষিণে একটি সড়ক সেতু নির্মাণাধীন রয়েছে এবং আশা করা যেতে পারে যে আগামী ১ বছরের মধ্যে এটির নির্মাণ কাজ সমাপ্ত হবে এবং এই অদ্ভুত পরিবহন ব্যবস্থারও সমাপ্তি ঘটবে।
No comments:
Post a Comment