ফিশারীজ
পড়াশুনার কারনে এ বিষয়টিকে ঘিরে আমার আগ্রহ বেশ। একারনেই আমরা বাংলাদেশে
প্রথম ফিশারীজ বিষয়ক ওয়েবসাইট বিডিফিশ (বাংলাদেশ ফিশারীজ ইনফরমেশন শেয়ার
হোম) প্রতিষ্ঠা করি (http://www.bdfish.org)। সাইটির
প্রতি আমাদের ভালবাসা অনেক। বেশ কিছু ব্যক্তিবর্গ আমাদের সাইটে তাদের
ফিশারীজ বিষয়ক লেখা ও ছবি প্রকাশ করেছেন এবং এখনও করছেন। সাইটি আজ বেশ
জনপ্রিয়। আমরা নিরালস ভাবে চেষ্টা করে যাচ্ছি এর উন্নয়নে। চেষ্টা করে
যাচ্ছি নতুন নতুন তথ্য সাইটিতে যোগ করে একে আরো সমৃদ্ধ করতে। এই যাত্রাপথে
আমাদের ভালো-খারাপ উভয় ধরনের অভিজ্ঞতাই হয়েছে।
এই
ব্লগটি লেখা একটি খারাপ অভিজ্ঞতাকে কেন্দ্র করেই। আমাদের আশেপাশে অনেকেই
আছেন যারা নিজেরা আগ্রহী হয়ে কোন কিছুর উদ্যগ গ্রহণ করতে চান না, কিন্তু অন্য কেউ কিছু একটা করলে তাতে মাথা দিয়ে একটি ঝামেলা করার চেষ্টা করেন। এমনই একজন জনাব শরিফুল ইসলাম রাশেদ, যিনি
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারীজ ম্যানেজমেন্ট বিভাগের একজন
প্রাক্তন ছাত্র। সম্প্রতি তিনি একটি ব্লগ সাইট চালু করেছেন যার নাম
বাংলাদেশ ফিশারীজ সোসাইটি (http://bangladeshfisheriessociety.blogspot.com/)। ফিশারীজের
প্রতি তার অনেক ভালবাসা... তবে তার নিজের কি সমস্যা জানি না... তিনি বোধ
হয় চুরি বিদ্যায় ওস্তাদ (তবে ভালো মানের নয়)... আমাদের বিডিফিশের
ডকুমেন্টগুলি উনি নিজের নামেই চালিয়ে যাচ্ছেন। লজ্জা লজ্জা লজ্জা। অবশ্য
উনি হয়তো বলবেন লজ্জা তো নারীর ভূষন। তবে এই ধরনের কাজ যিনি করতে পারেন
তাকে আপনি কি বলবেন? আমরা
তাকে নারী বলে স্ত্রীজাতিকে আর ছোট করবো না... তবে সেই গুনধর ব্যক্তিটিকে
আহবান জানাই দয়া করে (হাস্যকর!) নিজের ক্ষমতা সাহস করে প্রকাশ করুন... নিজে
পারলে কিছু করে দেখান... অন্যের কিছু চুরি না করে। আশা করি আপনার
বিশ্ববিদ্যালয় আপনাকে এই শিক্ষা দেয় নি!!!
No comments:
Post a Comment