ফাঁসিতলা বাজারটি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় বগুড়া-রংপুর হাইওয়ের পাশে অবস্থিত। বিখ্যাত, তাজা সবজির জন্য। শুক্রবার সকালে একবার ঘুরে আসতে পারেন এই বাজার এবং করে আনতে পারেন পুরো মাসের সবজির বাজার। আর দাম? ঢাকা-রাজশাহীর অর্ধেকেরও কম! এখানে আপনি এই সময়ে পাবেন পেপে, বেগুন, লাউ, করলা, মূলা, পটল ও অন্যান্য সবজি। এছাড়া আরো পাবেন বিশাল কলার সমারহ, ইচ্ছে হলেই ট্রাক ভর্তি করেও কিনতে পারেন! যারা কিনবেন না তারা অন্তত তরতাজা সবজির সমাহার দেখেও চোখের শান্তি করতে পারেন!!! অবশ্য যারা সবজি কিনতে যাবেন তারা অবশ্যই বেশ বড় সাইজের বস্তা সঙ্গে করে নিয়ে যাবেন কারণ এখানে খুচরা বিক্রি হয় না, প্রতিটি আইটেমই আপনাকে একসাথে কয়েক কেজি করে কিনতে হবে!
No comments:
Post a Comment