বিদিরকা মসজিদ, রাজশাহী


রাজশাহী জেলার মোহনপুর উপজেলার কেশনহাট পৌরসভার বিদিরকা গ্রামে অবস্থতি এই মসজিদটি সত্যিই অবাক করার মতো। মসজিদটির কোন প্রচলিত নাম নেই এবং আশেপাশের এলাকার মানুষজনও এর ইতিহাস সম্পর্কে অজ্ঞাত। ফসলের জমির মধ্যে একটি তুলনামূলক উচু স্থানে অবস্থিত এই প্রাচীন মসজিদটি প্রায় ১.৫ শতক জমির উপরে নির্মিত। এখনও এই মসজিদে নিয়মিত নামাজ পড়া হয়!

No comments:

Post a Comment